রামপালে প্রতারণার অভিযোগে প্রধান শিক্ষক সাইদুর রহমান কারাগারে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৭:৩৩ পিএম

বাগেরহাটের রামপালে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাইদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন বাগেরহাটের আদালত।

আলোচিত হাওলাদার সাইদুর রহমান সোনাতুনিয়া আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান উভয় পক্ষের শুনানি শেষে সাইদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে তিন জন কর্মচারী নিয়োগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক ১১ লক্ষ টাকা ঘুষ আদায় করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিদ্যালয়ের ফান্ডের আরও দুই লক্ষ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. অলিয়ার রহমান বাদী হয়ে আদালতে একটি পিটিশন মামলা করেন। আদালতের বিচারক মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্যে বাগেরহাটের পিবিআইকে নির্দেশ দেন।

পিবিআই দীর্ঘ তদন্ত শেষে আসামি সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন। আদালত শুনানি শেষে বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. জালাল। এরপূর্বে এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর তাকে বরখাস্ত করে।

ইএইচ