প্রবাসী নারীকে উত্ত্যক্ত: ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০১:০৯ পিএম

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান (১৭) ও দুদু মিয়ার ছেলে শরীফ (১৮)।

নিহত শরীফের বাবা দুদু মিয়া জানান, বাসায় রাতের খাবার খাওয়ার পর এক বন্ধুর ফোন পেয়ে বের হয় শরিফ। পরে গোলাগুলির শব্দ পেয়ে বাইরে এসে দেখি ১৫-২০ জনের একটি দল দৌড়াদৌড়ি করে পালাচ্ছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এক প্রবাসী নারীকে উত্ত্যক্তের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

ইএইচ