ফটিকছড়িতে আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই, নিহত-১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৯, ২০২৪, ১২:৪২ পিএম

ফটিকছড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়েছে সাতটি বসতঘর। এসময় আগুনে দগ্ধ হয়ে হালিমা খাতুন (৯৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।

গত মঙ্গলবার(১৮জুন) রাত সাড়ে ৩টা নাগাদ উপজেলার বখতপুরের গোলান্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার ডলার ত্রিপুরা জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মোটরসাইকেলে আগুন লাগে। পরে মাটির টিনশেড ঘরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঘরের সবাই বের হতে পারলেও বৃদ্ধা হালিমা খাতুন আগুনে পুড়ে মৃত্যুবরণ করে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মীর আহমদ, ফয়েজ আহমদ, তৌহিদুল আলম, নুরুল ইসলাম, আনোয়ার পাশা, নুরুল আলম ও নজরুলের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সাত পরিবারের প্রায় এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

বিআরইউ