বড়লেখা ও জুড়িতে বন্যা পরিস্থিতির অবনতি, ১০০ গ্রাম প্লাবিত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৯, ২০২৪, ০৪:০৯ পিএম

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার ১০০টি গ্রামের ৩ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে আছে গত ১৫ দিন থেকে।

ত্রাণের আশায় দুর্গত মানুষের আজারি, দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছানোর দাবি পানিবন্দি পরিবারগুলোর। তবে বড়লেখো ও জুড়ি উপজেলা নির্বাহী কর্মকতা দুজনই বলেছেন বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কাবিখার চাল দিয়ে আশ্রয় কেন্দ্র চলছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম জানান, বড়লেখায় ২২টি আশ্রয়কেন্দ্র ১৭০ পরিবার আছেন। কাবিখার চাল ছাড়া বরাদ্দ নেই।

জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুচি কান্ত জানান, ৭০টি আশ্রয়কেন্দ্র রয়েছে। ১৬০ পরিবার আশ্রয় কেন্দ্রে আছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক জিলুফা সুলতানা জানান, ইউএনওদের বলে দেওয়া হয়েছে যাদের বাড়িতে পানি উঠেছে তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য।

ইএইচ