চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যনদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের বিদায়ী প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেকের আয়োজনে ও তার সভাপতিত্বে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
কাটিরহাট উচ্চবিদ্যাললয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরী, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন জীবন ও মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. মশিউজ্জামান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, হাটহাজারী পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম-সিলেট বিভাগীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহনেওয়াজ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, জাতীয় পার্টির আহ্বায়ক মো. আলমগীর, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোর্শেদ তালুকদার, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া ও হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিউল আলম।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।
ইএইচ