ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৪:১৩ পিএম

প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে ঘরমুখো মানুষ। ফলে কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরা বাস ও ট্রেনগুলোতে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

রোববার সকালে গাইটাল আন্ত:জেলা বাসটার্মিনালে ছিল নগরে ফেরা মানুষের চাপ। ছুটি শেষ তাই কাজে যোগ দিতে হবে। তাই পরিবারের মায়া ছেড়ে যান্ত্রিক শহরে ফেরা।

বাস ও ট্রেনে করে বহু মানুষ ঢাকায় ফিরছেন। তবে যাত্রীদের কাছ থেকে বাস ভাড়া বেশি রাখার অভিযোগ করেছেন কেউ কেউ।

সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকায় ফিরতি ট্রেনগুলোতে তিল ধারার ঠাঁই নেই। যাত্রীদের কারো কোলে শিশু, কারো হাতে ব্যাগ। এসব নিয়েই হনহন করে ছুটছেন তারা।

যাত্রী মাহবুব আলম বলেন, গ্রামে ঈদের ছুটি কাটিয়ে আজ ঢাকায় ফিরছি। ট্রেনের টিকিট না পেয়ে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। দাঁড়িয়ে যেতে হবে এতটা পথ। ট্রেনে যাত্রীদের ভিড় অনেক। আগামীকাল সোমবার থেকে অফিসে জয়েন করবো।

ছুটি শেষে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছে চাকরিজীবী আমিনুল ইসলাম। তিনি বলেন, স্ত্রী-সন্তান নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে বাড়িতে আসছিলাম। ছুটি ছিল তিন দিনের। আমি আরও তিন দিনের ছুটি নিয়ে গিয়েছিলাম। কারণ, সামনে আর বড় কোনও ছুটি নেই যে, সবাই মিলে বাড়ি যাবো। পরিবারের সবার সঙ্গে ভালোই ছুটি কাটালাম। ছুটি শেষ, বাচ্চাদের স্কুল খুলে যাবে, তাই ফিরে যাচ্ছি ঢাকায়।

কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছে রেদুয়ানুল হক। তিনি বলেন, ঈদের ছুটি শেষ। বাড়ি থেকে যাইতে মন না চাইলেও যাইতে হচ্ছে। আরও দুই-একদিন থাকতে পারলে ভালো লাগতো।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুল রহমান বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকামুখী যাত্রীদের চাপ স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা ভোগান্তি ছাড়াই হয়েছে। ট্রেন যাত্রায় বিলম্বের ঘটনাও ঘটেনি। যাত্রী সেবার মান আরও ভালো করার চেষ্টা চলছে।

ইএইচ