দ্রুতগতিতে বাড়ছে পদ্মার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৫:৫৩ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে করে চরাঞ্চলবাসির মাঝে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে যাচ্ছে কৃষি ফসল।

কৃষরা আধাকাঁচা ফসল কেটে ঘরে তুলছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে এ অঞ্চলে ধীরেধীরে পানি বাড়ছে। তবে গত দুদিন ধরে আশঙ্কাজনক হারে পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, পদ্মার উজানে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢলের পানি পদ্মার বুকে গড়িয়ে আসায় পদ্মার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সরেজমিনে পদ্মা নদীর বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর   ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। এতে করে ওইসব এলাকার ফসলি জমির চিনা বাদাম, তিল ধান, পাটসহ নানা ধরনের ফসল ডুবতে শুরু করেছে। কৃষকরা আধাকাঁচা চিনা বাদামও কাঁচা তুলে নিচ্ছেন।

দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বেপারী পাড়ার কৃষক মো. সুজন, মো. তোফাজ্জল বেপারী, সুজন হাসান, ওয়াজেদ আলী মৃধা, হায়াত আলী মৃধা, সুমন শেখ, মান্নান শেখকে নৌকায় করে আধা কাঁচা তিল কেটে নিতে দেখা যায়।

এ সময় তারা বলেন, আর মাত্র দুই সপ্তাহ সময় পেলে তিল ও বাদামগুলো পুরাপুরি পেকে যেত। বন্যার কারণে দুই সপ্তাহ আগেই কাটতে হচ্ছে। এজন্য আমাদের অনেক ক্ষতি মধ্যে পড়তে হচ্ছে

কৃষকরা শঙ্কা প্রকাশ করে বলেন, দুদিনে পদ্মার পানি যেভাবে বাড়ছে তাতে অল্প সময়ে বাড়ি ঘরে পানি উঠতে পারে। ছাত্তার মেম্বার পাড়ায় ৬ ও ৭নং ঘাটের ভাঙনও ভয়ংকর রূপ নিতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের দৌলতদিয়া পয়েন্টের গেজ পাঠক সালমা খাতুন জানান, শুক্রবার ২৪ ঘণ্টায় পদ্মার এ পয়েন্টে ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৪০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিলো। পদ্মায় বর্তমানে ৬.২০ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানির স্বাভাবিক স্তর ৭.৯০ মিটার।

ইএইচ