সাব্বির হত্যা মামলা: জাকির খানের বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০৫:০২ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে আরও দুইজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবান তহুরার আদালতে এ সাক্ষ্য অনুষ্ঠিত হয়।  

এনিয়ে ৮ জন সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ছাত্রদলের নেতা জাকির খানকে আদালতে আনা হয়।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী সাব্বির আলম খন্দকারকে। এ সময় তার ভাই তৈমুর আলম খন্দকার ফতুল্লা মডেল থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডির উপর হস্তান্তর করা হলে ২০০৬ সালের ৮ জানুয়ারি ৮ জনকে আসামি করে আদালতে একটি চার্জশিট পেশ করা হয়। আর এই মামলায় জাকির খানকে প্রদান আসামি করা হয়।

ইএইচ