টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আউশনারা গ্রামে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি বিনষ্টের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে আউশনারা গ্রামে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি বিনষ্টের অভিযোগের প্রেক্ষিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে সহিংস অবস্থায় দেখা যায় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজার পুরিয়া পাওয়া যায়।
অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন মধুপুর থানার একদল পুলিশ সদস্য।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া যোগদান করেই মধুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তার এই সাহসী ভূমিকায় উপজেলার সর্বস্তরের মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন।
তারা মনে করেন, এমন পদক্ষেপ চলমান থাকলে মধুপুরে মাদক বিক্রি এবং মাদক সেবন দুটোই খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে।
ইএইচ