মধুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত-৩

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ১০:৫৪ এএম

টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় আহত হয়েছেন তিন জন। বুধবার (২৬ জুন) সকাল ৭ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, এম.আর ট্রাভেলস (ঢাকা মেট্রো ব- ১৫-৭৯৭৭) একটি যাত্রীবাহী বাস, কক্সবাজার হতে জামালপুর যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মালাউড়ি নামক স্থানে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. বোরহান আলী এর নেতৃত্বে ০২ টি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে বিভাগীয় অ্যাম্বুলেন্স যুগে মধুপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার শৈলপুর এলাকার সাইফুল (১৮) দ্বেবীদার উপজেলার বসমার আসাদুল( ৮) একই এলাকার জেসমিন আক্তার( ৩৫)।

মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. বোরহান আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের বিভাগীয় অ্যাম্বুলেন্স যুগে প্রেরণ করেছি।

বিআরইউ