পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সেভেত্স ভ্লাদিমির নামের এক কাজাকিস্তান নাগরিককে হত্যার ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ট্রেস্ট রোসেমের কর্মকর্তা মাতাভিয়েভ ভ্লাদিমির (৪৩) নামের এক বেলারুশ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ না হওয়ায় উরবানোভিচাস ভিটালি এবং ফেডারোভিচ গেনেডি নামের অপর দুই বেলারুশ নাগরিককে খালাস দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় দেন।
রায়ের সময় আসামি ও অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট মুকুল বিশ্বাস ও হেদায়েত উল ইসলাম।
এছাড়াও দোভাষী হিসেবে বাদীর পক্ষে এস এম আরিফ আলম এবং আসামির পক্ষে কে এম মুরাদুজ্জামান সহযোগিতা করেন।
ইএইচ