ক্যানেলের পাশ থেকে মাইন সদৃশ বোমা উদ্ধার

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৮:১০ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা একটি মাইন সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেল বাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিস্তা সেচ ক্যানেলের ধারে শিশুরা খেলছিল। এ সময় একটি মাইন সদৃশ বোমা পড়ে থাকতে দেখতে পায়। পরে শিশুরা আশেপাশের লোকজনকে জানায়। স্থানীয় লোকজন সেখানে গিয়ে মাইন সদৃশ বোমা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে তারা এসে এটি নিষ্ক্রিয় করবে। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছে।

ইএইচ