তেলবাহী ট্রলারের আগুনে পুড়ে প্রাণ গেল ১ জনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০১:১৭ এএম

ফতুল্লায় নদীতে তেলবাহী ট্রলারে লাগা আগুনে খোকন মোল্লা (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার দুপুর দেড়টায় লাগা এই আগুন সাত ঘণ্টা পর রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আহত আরও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত খোকন মোল্লার বাড়ি ভোলা জেলায়। তিনি ওই ট্রলারের শ্রমিক ছিলেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, আগুনের ঘটনায় একজন মারা গেছে শুনেছি। তবে এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।

মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, ট্রলারে থাকা ড্রামে পেট্রোল ও ডিজেল ভর্তি করা হচ্ছিল। এ সময় ট্রলারে চারজন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। সেখান থেকে আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। আগুন লাগার পর প্রায় সব তেলবাহী ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে বলে জানান তিনি।

ইএইচ