বুলাকীপুরে সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচন ২৭ জুলাই

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ১২:৩৮ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সংরক্ষিত ১নং (১, ২, ৩ নং) ওয়ার্ডের উপনির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ জুন) এই উপনির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওইদিন একযোগে দেশের ৫৭টি জেলার ১৬১টি উপজেলার ১৯৫টি ইউনিয়নের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ইভিএমের মাধ্যমে এই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। ওই সংরক্ষিত ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ০৪ জুলাই নির্ধারণ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ আগামী ৫ জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১০ জুলাই এবং প্রতীক বরাদ্দ আগামী ১১ জুলাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী সংরক্ষিত ওই  ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ৩ টি। মোট ভোটার সংখ্যা ৭৯৫৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩৯৭৮ জন এবং মহিলা ভোটার ৩৯৮০ জন।

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম বলেন, আগামী ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে। আজ (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা হয়েছে। আমরা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. নার্গিস খাতুন স্বেচ্ছায় পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হয়। নার্গিস খাতুন ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বিআরইউ