বাঘাইছড়িতে দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির চিকিৎসাসেবা প্রদান

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৩:১৮ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের উডলংকর ও বাঘাইছড়ি ইউনিয়নের দোসর এলাকার অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

শুক্র ও শনিবার সকাল থেকে মারিশ্যা ব্যাটালিয়নের আওতাধীন ওল্ডলংকর বিওপি এবং দোসর বিজিবি ক্যাম্পেরর দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় পাহাড়ি অসুস্থ রোগীদের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিকেল অফিসার গাজী মো. হাসানের নেতৃত্বে মেডিকেল টিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দোসর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাক আহম্মদ এবং ওল্ডংকর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন পদের বিজিবি কর্মকর্তারা।

মেডিকেল ক্যাম্পেইনে ৪৪ জন পুরুষ, ৭৮ জন মহিলা এবং ৩২ জন শিশুসহ মোট ১৫৪ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের মধ্যে বেশিরভাগ জ্বর সর্দিতে আক্রান্ত ছিল৷

মেজর গাজী মো. হাসান বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে মারিশ্যা ব্যাটালিয়ন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

ইএইচ