কুড়িগ্রামে জলবায়ু ঝুঁকি বিমার আওতায় বন্যা বিমার দাবি পরিশোধ

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৪, ০৩:৩৩ পিএম

কুড়িগ্রামে প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিকদের আর্থিক সুরক্ষার জন্য জলবায়ু ঝুঁকি বিমার আওতায় বন্যা বিমার দাবি পরিশোধ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার দুপুরে গণউন্নয়ন কেন্দ্র, অক্সফাম ইন বাংলাদেশের আয়োজনে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, স্টেকহোল্ডারসহ কৃষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 
অনুষ্ঠানে যাত্রাপুর ইউনিয়নের ৮৯১ জন প্রান্তিক কৃষকদের পর্যায়ক্রমে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে।

ইএইচ