বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: নিখোঁজ পাঁচ জেলের খোঁজ মেলেনি ৭ দিনেও

মঠবাড়িয়া প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ০৩:৫১ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ছোটমাছুয়া গ্রামের ১২ জেলের মধ্যে ৭জন ফিরে এলেও ৭দিনে খবর মেলেনি ৫ জেলের। নিখোঁজ ৫ জেলের বাড়িতে চলছে শোকের মাতম।

নিখোঁজ জেলেরা হলেন, ছোট মাছুয়া গ্রামের হাফেজ আলমের ছেলে বাহাদুর আলম (২২), উদ্ধত আলী আকনের ছেলে এমাদুল আকন (৫০), আতাহার শাহ এর ছেলে আল আজিম শাহ (৩০) মোসলেম হাওলাদারের ছেলে সালাম হাওলাদার ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোখলেস হাওলাদারের ছেলে আবদুর রহমান হাওলাদার (৫০)।

মহিপুর হাসপাতালে চিকিৎসাধীন ফিরে আসা জেলেরা জানান, গত ২৬ জুন আমরা ১২ জেলে একত্রে একটি ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা হই। পটুয়াখালীর মহীপুর থেকে বরফ সহ প্রয়োজনীয় মালামাল নিয়ে সাগরে মাছ ধরে ৩০জুন রোববার রাতে ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় আমরা সাতরিয়ে ফিরে আসতে পারলেও অন্য ৫ জনার খবর আজও পাইনি।

আজ মঙ্গলবার সকালে নবনির্বাচিত মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান এড. বায়জিদ আহম্মেদ খান সরজমিনে গিয়ে জেলে পরিবারগুলোকে সার্বিক সহায়তা ও নিখোঁজদের উদ্ধারের আশ্বাস দেন।

এব্যপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

বিআরইউ