মধুপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ১০:৩৩ পিএম

টাঙ্গাইলের মধুপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মধুপুর পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টেংরী কাঁঠালতলী মোড় এলাকায় একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ক্লেমন ও স্পা মিনারেল ওয়াটার বিক্রির অপরাধে টেংরী কাঠালতলী মোড় এলাকার রাজু নামে এক দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস পুলিশের টিম।

ইএইচ