আওয়ামী লীগ নেতা হত্যা: ৪ জনের ফাঁসি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ১২:৪০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একেএম ইকবাল আজাদ হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড ও ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি সব আসামি খালাস পেয়েছেন বলে নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অশোক কুমার দাস।

বুধবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হালিম উল্লাহ চৌধুরী এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মাহফুজ আলী, মোকাররম হোসেন সোহেল ও ইসমত আলী। ইসমত ও সোহেল বাবা ছেলে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল জব্বার, সিজার, ইদ্রিস আলী, বাবু, হারিছ, বকুল, লিমন, আবদুল্লাহ, শরীফ ও মিজান।

প্রসঙ্গত, ইকবাল আজাদ সরাইল উপজেলার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ বর্তমানে উপজেলা আওয়ামী লীগের তিনজনের আংশিক কমিটির সাধারণ সম্পাদক। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

ইএইচ