দিনাজপুরে শহর সমাজসেবা অফিসের প্রশংসনীয় উদ্যোগ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৩:৪০ পিএম

দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের তৃতীয় তলায় শহর সমাজসেবা অফিসের আয়োজনে ভাতা প্রাপ্তি উপকারভোগীদের নিয়ে লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের পাশাপাশি উপকারভোগীদের স্বাক্ষর দান শিখিয়ে ভেরিফেকেশন সিটে স্বাক্ষর গ্রহণ করা হচ্ছে।

শহর সমাজসেবা অফিসের এ এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ বলে উপকারভোগীরা মনে করছেন।

সমাজসেবা কার্যালয় দিনাজপুরের আয়োজনে চলমান কার্যক্রমের অংশ হিসেবে শহর সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন, স্বাস্থ্য সেবা পরীক্ষার পাশাপাশি উপকারভোগীদের স্বাক্ষর দান শিখিয়ে ভেরিফিকেশন সিটে স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, পৌর সমাজ কর্মী মো. বিপ্লব হোসেনসহ প্রচুর আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম বলেন, যারা সরকারি ভাতা গ্রহণ করছেন তাদের মধ্যে অধিকাংশই অশিক্ষিত, অসচ্ছল উপকারভোগী রয়েছেন। তাদেরকে নিয়ে লাইভ ভেরিফেকেশনের পাশাপাশি স্বাক্ষর দান শিখানো আমাদের নৈতিক কর্তব্য। এই স্বাক্ষর দান শিখে তারা বিভিন্ন কার্যক্রমে নিজ হাতে স্বাক্ষর করে সরকারি সুবিধা ভোগ করবেন।

তিনি আরও বলেন, মোবাইল হ্যাকারদের প্রতারণার স্বীকার না হয়ে সরাসরি সমাজসেবা কার্যালয়ের এসে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।

ইএইচ