সাংবাদিককে ‘হাড্ডি’ ভাঙার হুমকি: সাবেক এমপির বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০১:৩৫ এএম

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মেরে হাড্ডি ভেঙে দেয়ার হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন।

বৃহস্পতিবার বাঁশখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

শফকত হোসাইন স্থানীয় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বাঁশখালী উপজেলা প্রতিনিধি।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মোশাররফ হোসেন বলেন, আদালত বাদীর অভিযোগটি তদন্তের জন্য বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী শফকত হোসাইন বলেন, আমি সাবেক এমপির হুমকিতে নিরাপত্তাহীন, আমার জীবন হুমকির মুখে। আমি আদালতের কাছে প্রতিকার চেয়েছি। আদালত আমার মামলা আমলে নিয়েছেন।

ইএইচ