বিস্কুট কিনে বাসায় ফেরা হল না শিশু নুসরাতের

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০৯:৩৯ পিএম
বিস্কুট কিনে বাসায় ফেরা হল না শিশু নুসরাতের

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার পূর্ব উজানচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভোলাই মাতুব্বর পাড়ার প্রবাসী বাচ্ছু মোল্লার শিশু কন্যা নুসরাত জাহান (৬) দোকান থেকে বিস্কুট নিয়ে গ্রামীণ সড়কে ওঠা মাত্রই অটোরিকশার নিচে পড়ে নিহত হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে ওই গ্রামের নতুন ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শিশুটির দাদি ও অন্যান্য আত্মীয় স্বজনরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি নতুন ব্রিজ এলাকার বাড়ির পাশে ইমরানের দোকান থেকে বিস্কুট কিনে অসাবধানতায় রাস্তা পার হওয়া সময় চলন্ত অটোরিকশার চাপায় পড়ে। এরপর স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই।

ইএইচ

AddThis Website Tools