রাজারহাটে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৭:২৬ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রেরিত সরকারি ত্রাণ সামগ্রী তিস্তা নদীর পানিবন্দি ও ভাঙন কবলিত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

রোববার বিকালে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর উত্তর তীর ও মধ্য চরের বসবাসকারী পানিবন্দি ও ভাঙনে অসহায় দেড় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার।

শুকনো খাবারের প্যাকেটে চিড়া, মুড়ি, বিস্কুট, স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও মোমবাতি ছিল।

এছাড়াও একদিনে দুই শতাধিক পরিবারের মাঝে দশ কেজি চাল বিতরণ করেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামাণিক।

সরকারি ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য মামুনুর রশীদ, মিনহাজুল ইসলাম, সদস্য শেফালী বেগম।

ইএইচ