চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৭:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুস সাকিব ওরফে শামীম (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদÐ  দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদণ্ড   দেন আদালত।
সোমবার (৮ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতি এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত শামীম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ওপর নিমগাছী সরকার পাড়ার আব্দুল লতিফের ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মীরের খৈলান এলাকায়  অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১শ গ্রাম হেরোইনসহ শামীমকে আটক করা হয়। 

ওই দিনই জেলা গোয়েন্দা পুলিশের এসআই অনুপ কুমার সরকার বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মশিউর রহমান তদন্ত শেষে ২০২১ সালের  ১৯ ফেব্রুয়ারি শামীমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এই দণ্ডাদেশ প্রদান করেন।

আরএস