চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার ঝুঁকি ও অপরাধে হারাচ্ছে ঐতিহ্য

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৮:৪৮ পিএম

চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার ঝুঁকি ও অপরাধের পাল্লা ভারি হওয়ায় হারাচ্ছে ঐতিহ্য।ক্রমশই দুর্নাম বৃদ্ধি পাচ্ছে। এতে চট্টগ্রামসহ দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।কলকাতায় ছিনতাই হওয়া মোবাইল রিয়াজউদ্দিন বাজার থেকে উদ্ধার হয়।গত ৮ জুলাই এক যুবক খুন হয়।খুন হওয়া যুবক ও খুনের সাথে সংশ্লিষ্ট যুবকেরা প্রশাসনের অপরাধের তালিকাভুক্ত।গত ২৭ জুন রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে তিন জন মারা যায়।

বিশাল এলাকা জুড়ে বাজারটি বিভিন্ন কমিটি থাকলেও ঝুঁকি ও অপরাধ দমনে দৃষ্টি কাড়ে এমন পদক্ষেপ নিতে দেখা যায়নি।বাজারের সাথে সংশ্লিষ্টদের হাত এতো লম্বা কোন কিছু করে উঠতে পারছেনা।আগুন লাগার পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নড়েচড়ে বসেন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি সিডিএ।রিয়াজউদ্দিন বাজারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) এর

দায়িত্বে থাকা অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন দৈনিক আমার সংবাদকে বলেন,দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং চেয়ারম্যান মহোদয় গণমাধ্যমকে জানাবেন।সিডিএ কোড না মেনে গড়ে তুলেছেন মার্কেট।এখন অভিযোগের তীর সরাসরি সিডিএ‍‍`র দিকে। তাদের ম্যানেজ করে সব সম্ভব বলে জানিয়েছেন রিয়াজউদ্দিন বাজারের অনেক দোকানদার।বণিক সমিতির কার্যালয়ের পাশে গড়ে উঠা সাড়ে ১১ তলা মরিয়ম টাওয়ার নিয়ে একাধিক অভিযোগ যায় সিডিএতে। এই প্রসঙ্গে অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, শুধু মরিয়ম টাওয়ার নয়, রিয়াজউদ্দিন বাজারের মঙ্গলের জন্য সকল পদক্ষেপ নেওয়া হবে। চেয়ারম্যান মহোদয় খুবই সিরিয়াস। কোন তদবির বা কিছুতে থামাতে পারবেনা।খুন হওয়া যুবক ও খুনের সাথে জড়িত যুবকদের নিয়ে গড়ে উঠেছে বিশাল কিশোর গ্যাং। রাজনীতির ছত্রছায়া বেপরোয়া ওইসব বিপথগামী কিশোররা। মাদক হুন্ডি সিগারেট চোরাই মোবাইল ও স্বর্ণ পাচার নিয়মিত অবৈধ ব্যবসার ভরপুর রিয়াজউদ্দিন বাজার। রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালম বলেন, এইটি চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার। সুতরাং বড় বাজারে বিভিন্ন সমস্যা থাকবে। আমরাও চাই সমাধান হোক।তবে ব্যবসায়ীদের কোনো ক্ষতি যেন না হয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল।

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দৈনিক আমার সংবাদকে বলেন,কিশোর গ্যাংরা বহিরাগত এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে সিডিএ‍‍`র যেকোনো পদক্ষেপকে স্বাগতম জানাই।তবে তিনি স্বীকার করেন তাদের কাছে অবৈধ ব্যবসায়ীদের কোনো তালিকা নেই।

আরএস