রাজবাড়ী সদরের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের কাছে ঘুষ দাবির প্রতিবাদ করায় ডিলারশিপ বাতিলের ঘটনায় আদালতে মামলা হয়েছে। এ মামলায় বুধবার ইউএনওসহ ৮ জনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন সদর সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ মো. সাইফুজ্জামান।
মামলাটি দায়ের করেছেন রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের নবীজদ্দিন মল্লিকের ছেলে মিজানপুর ইউনিয়নের গোদার বাজার বিক্রয় কেন্দ্রের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনোয়ার হোসেন মনো।
মামলার বিবাদী করা হয়েছে, রাজবাড়ী সদর উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান, রাজবাড়ী সদর এলএসডি (গোডাউন) খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার।
মোকাবেলা বিবাদী করা হয়েছে, ঢাকা কার্যালয়ের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজবাড়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক, রাজবাড়ী জেলা প্রশাসক, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য।
মামলার বাদী মনোয়ার হোসেন মনো বলেন, খাদ্যগুদাম থেকে কর্মকর্তা-কর্মচারীরা চাল কৌশলে কালোবাজারে বিক্রি করে। ২০২৩ সালের ২৮ অক্টোবর ডিবি পুলিশ ট্রাকভর্তি চাউল পাচারকালে আটক করেন। ২০২২ সালের ১৩ মার্চ চাল কম দেওয়ার অভিযোগে আমি বাদী হয়ে মামলা দায়ের করি। ওই মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে। খাদ্য কর্মকর্তা টন প্রতি ঘুষ দাবি করলে প্রতিবাদ করি। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৫ এপ্রিল আমার ডিলারশিপ বাতিল করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী রাজবাড়ী জজ কোর্টের অ্যডভোকেট মো. মসলেম উদ্দিন খান বলেন, বুধবার মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ প্রদান করেছেন।
ইএইচ