রাঙামাটি বন বিভাগের উদ্যোগে বন্যপ্রাণি রক্ষায় র‌্যালি ও পথসভা

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৯:৩২ পিএম

বন্যপ্রাণির পরিবেশ ঠিক রাখার জন্য প্রচুর পরিমাণ গাছ লাগানো দরকার এবং বন্যপ্রাণি সহায়ক মূলক গাছগুলো রোপণ করা দরকার। আসলেই বন্যপ্রাণি বাঁচাতে হলে বন্যপ্রাণির পরিবেশ এবং আবাসস্থল ঠিক রাখতে হবে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি বন বিভাগের উদ্যোগে বন্যপ্রাণি রক্ষায় র‌্যালি শেষে এক পথসভায় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় বন্যপ্রাণি সংরক্ষণের জন্য (পাচার, ধরা, মারা, বিক্রয় ও বিপণন প্রতিরোধ) পথসভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা, ইউএসএ বন বিভাগের সরকারি বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, পার্বত্য চট্টগ্রাম উত্তরবন বিভাগের সরকারী বন সংরক্ষক শেমল কুমার মিত্র, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন সংরক্ষক মো. মাসুম, রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ, মো. মিজানুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. সিরাজ, এহিয়া হোসেন, খন্দকার মাহমুদুল হক মুরাদ প্রমুখ।

এর আগে বন্যপ্রাণি রক্ষায় রাঙামাটি বন বিভাগ থেকে একটি র‌্যালি বের করা হয়। এটি শহরের বনরূপা বাজার ঘুরে বন বিভাগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

ইএইচ