চৌগাছায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল অফিসের সিন্দুক ভেঙে চুরি

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৭:১২ পিএম

যশোরের চৌগাছায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল অফিসের সিন্দুক ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি করেছে চোরেরা।

রোববার ভোররাতে পৌর শহরের পাকিস্তান রোড বাকপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) অফিসে ভিতরে ঢুকে অফিসের সিন্দুক ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চৌগাছা থানার পুলিশ ঘটনা স্থলে  পরিদর্শন করেছেন।

অফিসের ম্যানেজার মনোরঞ্জন জানান, শনিবার দিবাগত রাতে আমরা অফিসের কাজ শেষে অন্যদিনের ন্যয় অফিস তালা মেরে সবাই বাসায় চলে যায়। অফিসে দুই জন সিকিউরিটি গার্ড রাতে ডিউটিরত ছিল। সকালে চুরির খবর পেয়ে আমি অফিসে আসি। এসে দেখি অফিসের বাহিরের দরজার তালা ও হাকের হুক ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।

চোরেরা এ সময় অফিসের সিন্দুক ভেঙে নগদ ১০ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা ও পাঁচ লাখ ২৯ হাজার ৪৫ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চৌগাছা থানার এসআই সুরঞ্জিত রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরি বলেন, ঘটনাস্থলে পুলিশ টিম গিয়েছিল। লিখিত অভিযোগ পেয়েছি আইনি ব্যবস্থা চলমান। আমরা ওই অফিসের সবাইকে থানায় ডেকে তাদের সাথে কথা বলছি।

ইএইচ