কটিয়াদিতে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে কৃষকলীগের বৃক্ষরোপণ

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৩:১৩ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদিতে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা।

রোববার বিকালে কটিয়াদি উপজেলার আচমতা ইউনিয়নে চারিপাড়া এলাকায় কটিয়াদি উপজেলা কৃষকলীগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।

জেলা কৃষকলীগের সহ-সভাপতি নেছার উদ্দিন খানের সভাপতিত্বে ও কটিয়াদি উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুজ্জামান অপু,ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম, কটিয়াদি পৌরসভার মেয়র শওকত ওসমান শুক্কুর আলী, কটিয়াদি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সারোয়ারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সোহরাব বলেন, আওয়ামী লীগের অনেক সংগঠন বয়সের ভারে নতজানু। অনেক সংগঠনের সম্মেলন নেই। যার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। যারা দল করতে চায় না তাদেরকে রেখে সংগঠনকে দুর্বল করে লাভ নেই।

ইএইচ