কুমিল্লায় চাঞ্চল্যকর ছিনতাইকারী ৩৬ ঘন্টার মধ্যে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৬:৫৭ পিএম
কুমিল্লায় চাঞ্চল্যকর ছিনতাইকারী ৩৬ ঘন্টার মধ্যে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

কুমিল্লা নগরীতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল ও ২ জন ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার দুপুরে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম-সেবা,পিপিএম।

তিনি বলেন ১৩ জুলাই নগরীর রানীর দিঘীরপাড় থেকে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে তার সাথে থাকা মোবাইল ফোন এবং নগদ অর্থসহ ছিনতাইকারী ব্যাটারি চালিত অটোরিক্সা করে পালিয়ে যায়।

এ ঘটনায় ১৪ জুলাই ভুক্তভোগী সবুজ কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের)

নেতৃত্বে পুলিশে বিশেষ অভিযানে। ১৫ জুলাই সোমবার মধ্যে রাতে নগরীর মুরাদপুর থেকে মো. রকি (১৯) ও পশ্চিম ঠাকুরপাড়া এলাকা থেকে আল মোকাদ্দিম রিয়াজ (২৫) দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছেনি জব্দ করা হয়। এছাড়া ছিনতাইকৃত চার হাজার ৫০০ টাকা টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রকি নগরীর রানীর দক্ষিণ চর্থা এলাকার শাহআলম মিয়ার ছেলে ও আল মোকাদ্দিম রিয়াজ নগরীর রানীর বাজারের নোনাবাদ কলোনি এলাকার সৈয়দ আহম্মদ খোকন এর ছেলে। রিয়াজের বিরুদ্ধে থানায় ৪টি মামলা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এই ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে। তাঁরা দীর্ঘদিন ধরে শহর ও আশপাশ এলাকায় ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান,বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন,কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক দীনেশ চন্দ্র

দাশগুপ্তসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরএস


 

AddThis Website Tools