কোটাবিরোধী আন্দোলন: কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (সদর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০২:১৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বন্ধ করে দিয়েছে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে প্রথমে উপজেলার সফিপুর এলাকায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে।

পরে তারা চন্দ্রা এলাকায় বিভিন্ন স্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে।

বেলা বাড়ার সাথে সাথে বিপুল পরিমাণ শিক্ষার্থী যোগ দেয় আন্দোলনে। তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে মিছিল, মিটিং, অবস্থানসহ নানা রকমের কর্মসূচি পালন করতে থাকে। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে নানা রকমের স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায়।

পরে শিক্ষার্থীদের নেতার তাদের শান্ত করে আবার মহাসড়কে নিয়ে যায়।

ইএইচ