চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, বাড়ছে আহতের সংখ্যা

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৮:১৮ পিএম

চট্টগ্রামে মৃত্যু বেড়ে মোট দুইজন মারা গেছেন। এছাড়াও এক শিশুর সংখ্যা আশঙ্কাজনক। এ পর্যন্ত ৪০ জনের আহতের খবর পাওয়া গেছে।

নিহতের মধ্যে একজন হলেন পটিয়া সরকারি কলেজ শিক্ষার্থী ইমাদ। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাকিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নগরের বহদ্দারহাটে অবস্থান নেওয়া আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষে আহত তিন পুলিশ সদস্যকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ৩ পুলিশ সদস্যের মধ্যে দুই জন হলেন সামিয়া ও নুরউদ্দিন।

সরেজমিনে দেখা গেছে, কোটা আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বহদ্দারহাটের পুলিশ বক্সে আগুন দেয় আন্দোকারীরা। একপর্যায়ে চাঁন্দগাও থানার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপরই থানায় হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ-ছাত্রলীগের সঙ্গে ফের ত্রিমুখী সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের।

এর আগে গত ১৬ জুলাই মুরাদপুরে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে তিন জন নিহত হয়।

ইএইচ