শ্রীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৬:৪৫ পিএম

মাগুরার শ্রীপুরে ছোট নদীর পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উপমা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার শ্রীকোল ইউনিয়নের পূর্ব শ্রী কোল গ্রামের হেমায়েত বিশ্বাসের কন্যা সন্তান। পিতার চাকরির সুবাদে তারা সপরিবারে ঝিনাইদহ শহরে বসবাস করতো।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দেশের চলমান কারফিউতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপমা তার মায়ের সাথে মহেশপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যাই। বুধবার সকাল ১১টার দিকে মামাতো বোনদের সাথে মহেশপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীতে গোসল করতে যায়। এ সময় সে পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয় শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে সংবাদ পেয়েছি। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইএইচ