লক্ষ্মীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ০৬:১২ পিএম

লক্ষ্মীপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় সিএনজি চালকসহ ৩ যাত্রী।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মান্দারীর রতনপুর এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের নুর নবী ও পুত্রবধূ সুইটি আক্তার। দত্তপাড়ার নুরুল আলমের স্ত্রী হোসনেয়ারা, বাঙ্গা খাঁ ইউনিয়নের দেলোয়ারের ছেলে শাফায়াত হোসেন এবং একই ইউনিয়নের আবুল বাশারের ছেলে সিএনজি চালক আবদুর রহমান ও তাঁর ভাই আবদুস শহিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে ছেড়ে আসা স্টার লাইন বাসটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জগামী সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ আহত হয় ৬ জন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরুপ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাস চালককে আটক এবং  স্টার লাইন বাসটিকে জব্দ করা হয়েছে।

ইএইচ