প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে কটূক্তি: যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৩:১৯ পিএম

রাজবাড়ীর কালুখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে কটূক্তি ও অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে সাইদুর রহমান (৪২) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মো. সাইদুর রহমান উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের মৃত আরশেদ আলী মণ্ডলের ছেলে। তিনি কালুখালী চাঁদপুর বাসস্ট্যান্ডে ওষুধ ও পরিবহণ বাসের টিকেট বিক্রেতা।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালুখালী থানায় অভিযোগ দায়ের করেন উপজেলার রতনদিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. আশরাফুল ইসলাম।

অভিযুক্ত সাইদুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কাউকে কটূক্তি বা অশ্লীল ভাষায় গালিগালাজ করি নাই।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অফিসার পাঠিয়ে তদন্ত করা হয়েছে। আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন ধরনের কোন ঘটনা ঘটেনি তারপরেও আরো তদন্ত করা হচ্ছে। ঘটনা প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ