কোটা সংস্কার আন্দোলন: পুড়ে যাওয়া স্থাপনা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৩:৪৩ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংক ভবন, হাইওয়ে পুলিশ ক্যাম্প ও হাসপাতাল দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুর ১টার সময় ভবন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ মাহমুদুল হক, নারায়ণগঞ্জের এসপি গোলাম মোস্তফা রাসেল, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক, সিদ্ধিরগঞ্জ থানার হাইওয়ে পুলিশের টিআই শরফুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা।

ভবন মালিক সাবেক ওলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরিদর্শনকালে ব্যাংক, হাসপাতাল ও হাইওয়ে পুলিশ ক্যাম্প ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত করা হয়েছে।

ইএইচ