রাঙামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৬:২৭ পিএম

দুষ্কৃতকারী কর্তৃক ছাত্র, পুলিশ ও সাংবাদিক হত্যাসহ রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

রোববার সকালে রাঙামাটি আদালত ভবনের মূল ফটকের সামনে, অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোটা আন্দোলনে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বিএনপি-জামায়াত। তারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে দেশকে দরিদ্র রাষ্ট্র বানাতে চায়। হামলাকারীরা আইকনিক স্থাপনাগুলো দেখে দেখে ধংসযজ্ঞ চালিয়েছে। যারা এসব কাজে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।’ একই সঙ্গে স্বাধীনতাবিরোধীরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে আহ্বানও জানানো হয়।

মানববন্ধনে রাঙামাটি জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি, জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা, অ্যাডভোকেট দর্শন চাকমা ও তোষণ চাকমা প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইএইচ