বরিশালে কোটা আন্দোলনকারীদের কর্মসূচি পণ্ড

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ০৩:১১ পিএম

বরিশালে পুলিশের লাঠিচার্জে কোটা আন্দোলনকারীদের কর্মসূচি পণ্ড হয়েছে। এতে বিপুল সংখ্যক কোটা আন্দোলনকারী ও সাংবাদিক আহত এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোটা আন্দোলনকারীদের বিশৃঙ্খলা ঠেকাতে মৃদু লাঠিচার্জ করা হয়।

সোমবার বেলা ১২টার দিকে ‘মার্চ ফর জাস্টিস কর্মসূচি’ নিয়ে কোটা আন্দোলনকারীরা নগরীর টাউন হলের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয়া হয়।

পরবর্তীতে কোটা আন্দোলনকারীরা কাকলীর মোড় এলাকা হয়ে আদালতের সম্মুখে অবস্থান নেয়। সেখান থেকেও তাদেরকে চলে যাওয়ার অনুরোধ জানানো হলে তারা তাদের কর্মসূচিতে অটল থাকায় পুলিশ লাঠিচার্জ করায় কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এ সময় কোটা আন্দোলনকারী ১১ জনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। 
বরিশাল মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার তানভির আরাফাত বলেন, বেশকিছু বিরোধী ছাত্র সংগঠনের কর্মীরা রাস্তা অবরোধ করেছিলো। এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পরে আমরা তাদের রাস্তা থেকে উঠিয়ে দিয়েছি।

ইএইচ