নবীনগরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৫:৫২ পিএম

সাম্প্রতিক সময়ে আন্দোলনের নামে সারাদেশে দেশে সংঘটিত স্বাধীনতাবিরোধীদের নৈরাজ্য ও নাশকতায় সরকারের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও শতশত গাড়িতে অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডবের ঘটনায় অনেকের প্রাণহানি ঘটেছে।

বর্তমানে দেশ কঠিন সময় অতিক্রম করছে। এই পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে, শ্যামগ্রাম ইউনিয়নের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের সচিব রাজীব দেবের সঞ্চালনায় ও শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন ধনু, অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ, নবীনগর থানার এসআই কামাল উদ্দিন, শ্যামগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল বাসার, মাওলানা সুলাইমান আহমেদ, কামাল উদ্দিন শিরু, শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম, আলমগীর হোসেন আলম মেম্বার, আমিনুল ইসলাম সবুজ, স্বাস্থ্য পরিদর্শক বাকি উল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমন আহমেদ, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আলেমসমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ইএইচ