বাকেরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৯:২৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি সাহেবগঞ্জ থেকে শুরু করে সদর রোড হয়ে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা বলেন, তাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই গণগ্রেপ্তার গণঘৃণার নামান্তর।

ইএইচ