ভাঙ্গুড়া থানায় ওসি সহ ৯ কর্মকর্তার বদলি

পাবনা জেলা প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১১:০৮ এএম

সারাদেশে চলমান এই অস্থিরতার মাঝে পাবনার ভাঙ্গুরা থানার ওসিসহ একসাথে মোট ৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে ।

৩ জুলাই (শনিবার)পুলিশ হেডকোয়ার্টার থেকে এই বদলি আদেশ দেওয়া হয়। তবে কেন একসঙ্গে এই ৯জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে তার কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বদলি হওয়া ৯ পুলিশ কর্মকর্তারা হলেন,,,, অফিসার ইনচার্জ, নাজমুল হক,এস আই আকরামুল , এস আই মোতালেব হোসেন,এস আই শহিদুল ইসলাম,এস আই শহিদুল ইসলাম,এস আই সাইদুল ইসলাম,এস আই আনিছুর , এস আই আমির হামজা, এ এস আই আজাবুল হোসেন।

এদের মধ্যে ওসিকে ডিআইজি ময়মনসিংহ রেঞ্জের কার্যালয়ে ও এস আই শহিদুল ইসলাম, কে রাঙ্গামাটি এস বাকিদেরকে  সিলেট জেলায় বদলি করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করেছেন,পাবনা উপপুলিশ কমিশনার ও ওসি নাজমুল হক।

বিআরইউ