কাশিয়ানীতে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল সমাবেশ

কাশিয়ানী (গোপালগগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৪:০২ পিএম

দেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে প্রতিবাদ মিছিল হয়েছে।

রোববার বেলা ১১টায় এ প্রতিবাদ মিছিলটি বের করা হয়।

উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. মাসুমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।

ইএইচ