প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের খবর শুনে নাটোরে বিজয়োল্লাস করেছে ছাত্র জনতা। সোমবার বিকাল সাড়ে ৩টায় নাটোর শহর জুড়ে এই বিজয়োল্লাস চোখে পড়ে। অনেকে বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে মাথায় বেঁধে হাতে উড়িয়ে বিজয় মিছিল করতে থাকে।
সকাল থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নাটোরের মানুষের মনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে। ছাত্র জনতা আশঙ্কা করতে থাকে নেট বন্ধ করে ঢাকায় গণ অভ্যথানে ছাত্র জনতার উপরে কি হয় তাই নিয়ে। তবে ২টার পরে ধীরে ধীরে ইন্টারনেট সংযোগ পেলে সবাই পরিস্থিতি বুঝে শান্ত হতে থাকে। শেষে সাড়ে ৩টায় টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের কথা শুনে নাটোরের ছাত্র জনতা সবাই রাস্তায় নেমে বিজয়োল্লাস করতে থাকে। হেঁটে রিক্সায় মোটর সাইকেলে যে যেভাবে পারে বিজয় মিছিলে যোগ দিতে থাকে। আর বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মিছিলে আসা ছাত্রবৃন্দ জানায় স্বৈরাচাররা ছাত্রদের যৌক্তিক আন্দোলনে গুলি করে হত্যা করে কোনদিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি পারবেও না। আমরা অত্যন্ত আনন্দিত এই সরকারের পতনে। আলহামদুলিল্লাহ্। তবে আমাদের যে ছাত্র ভাই বোনেরা নিহত হয়েছে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি। কিন্তু এটা কখনো পূরন হবার নয়।
আরএস