কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা, ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৯:০৭ পিএম

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জ জেলা শহরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।সোমবার শহরের খড়মপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।বিক্ষুব্ধ জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙ্গে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে রোববার ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এ ছাড়া দ্বিতীয় দফায় সোমবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসা ভাঙচুর করা হয়। বাসাটি থেকে বিভিন্ন ধরনের মালামাল হাতে করে নিয়ে যায় জনতা। এ ছাড়া ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের খড়মপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর হয়েছে।

ভাঙচুর করা হয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে। হামলা হয়েছে জেলা ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনের বাসভবন ও ব্যক্তিগত চেম্বারে। সময় টিভিসহ একাধিক মিডিয়ার কার্যালয়, প্রেসক্লাব, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং কিশোরগঞ্জ মডেল থানায় হামলা হয়েছে। এ সব স্থাপনায় সেনা মোতায়েন করা হয়েছে।

আরএস