খালেদা জিয়ার কারামুক্তিতে কোটালীপাড়ায় বিএনপির আনন্দ মিছিল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৩:৪৫ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কোটালীপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে মিছিলটি কুরপালা রোড, ঘাঘর বাজার, মহুয়া মোড় হয়ে কাঠপট্টি দিয়ে এসে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারের বাড়ি সংলগ্ন মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন- কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন শেখ, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামের আমির মোহাম্মদ সোলায়মান গাজী, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর যুবদল আহ্বায়ক মেরাজ সর্দার, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাসুদ তালুকদার প্রমুখ।

ইএইচ