জামিন পেলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি অনু

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৪:৫৬ পিএম

ফরিদপুরের আলোচিত সবুজ মোল্লা নামের এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা জজ আদালতের বিচারক আকবর আলী খান তাকে জামিন মঞ্জুর করেন।

একইদিন দুপুরে আদালতে কর্মরত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৩ মে ফরিদপুর শহরের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের কর্মীসভা থেকে আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের ৪ জুলাই রাতে ফরিদপুর জেলা সদরের বায়তুল আমান বটতলা এলাকায় দুর্বৃত্তরা সবুজ মোল্লা নামের এক যুবককে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০২২ সালের ৬ জুলাই নিহত সবুজের বাবা শহীদ মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়।

ইএইচ