কারাগার থেকে মির্জাপুর বিএনপির ২৫ নেতাকর্মী জামিনে মুক্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৫:৫০ পিএম

টাঙ্গাইল জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন মির্জাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী।

মঙ্গলবার ও বুধবার দুদিনে টাঙ্গাইল জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

উপজেলা বিএনপির সূত্রমতে, নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মির্জাপুর থানায় দুটি মামলা দায়ের করেন। সেই মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। মঙ্গলবার ও বুধবার দুদিনে ২৫ নেতাকর্মীকে জামিন দেয় আদালত।

এছাড়া গত বছরের ৩১ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালীন মসজিদের মাইকে ঘোষণার ঘটনায় পৌর এলাকার বংশাই সেলুঘাট মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। আদালত মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুককেও জামিন দেন।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. মোকলেছুর রহমান জানান, আদালত ১৪৬ জনকে জামিন দেন। কারাগারে জামিনের কাগজ পাওয়ায় পর তাদের মুক্তি দেয়া হয়েছে।

ইএইচ