শ্রীপুরে উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০৬:০০ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন।

সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) শামীম শরীফ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসনীম আলম, উপজেলা বিএনপির  সভাপতি বদরুল আলম হিরো, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ খন্দকার আব্বাসউদ্দিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাতীয় পার্টির সভাপতি মো. ওহিদুজ্জামান, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, সাংস্কৃতিক সংগঠক শিকদার মঞ্জুর আলম, সাচিলাপুর বাজার মসজিদের খতিব মাওলানা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি আমানউল্লাহ আমান, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলার অন্যতম সমন্বয়ক মো. শাহরিয়ার হোসেন সাগর, রিংকু রায়, সদস্য মো. মেহেদী হাসান, এসএম সাজিদ আন নাফিউ, খান শাহরিয়ার খুশবু, মো. আনোয়ার খন্দকার, মৌমিতা কুণ্ডু, খামারপাড়া গিরিধারী আশ্রমের সেবাইত রামানন্দ কৃষ্ণ দাস প্রমুখ।

সভায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন এবং এ থেকে উত্তরণের জন্য মতামত দেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেন।

ইএইচ