স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চাইলেন রংপুরের পুলিশ

রংপুর ব্যুরো প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০৭:১৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে অনেক শিক্ষার্থী, জনতা, পুলিশ সদস্যসহ একাধিক সংবাদকর্মী প্রাণহানি হয়েছে। এখনো দেশের বিভিন্ন স্থানে পুলিশি স্থাপনায় হামলা চালানো হচ্ছে, আমাদের পুলিশ সদস্য ভাইদের হত্যা করা হচ্ছে আহত করা হচ্ছে, আমরা এখনো আতঙ্কিত সময় পার করছি। এই সংকট থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, সচেতন নাগরিক সমাজ, সামাজিক সংগঠনসহ সকলের সহযোগিতা চাইলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার),  ও রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম)।

বৃহস্পতিবার পৃথক পৃথক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, রংপুরের এই দুই পুলিশ কর্মকর্তা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম (বার) ও  (পিপিএম) বার বলেন, রংপুর নগরীর বিভিন্ন জায়গায় এখনো ভাঙচুর হচ্ছে, সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে, জনগণের জানমালের ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কিত রয়েছে, আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না। কারণ আমার পুলিশ সদস্যরা এখনো আতঙ্কে রয়েছে। দেশের বিভিন্ন স্থানে এখনো পুলিশে স্থাপনায় হামলা হচ্ছে, পুলিশ সদস্যদের আহত করা হচ্ছে। আমরা নগরবাসী অনেক ভালো আছি।

রাস্তায় ট্রাফিক শৃঙ্খলায় শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা ইতিমধ্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, জাতীয় পার্টির জেলা ও মহানগর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা ও মহানগর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও মহানগর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছি।

এই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের সহযোগিতার আবেদন জানিয়ে বলেন, আপনাদের মাধ্যমে নগরবাসীসহ সকলের সহযোগিতায় কামনা করছি। আমার পুলিশ সদস্যরা কাজে ফিরবেন তাদেরকে সর্বস্তরে মানুষ যেন সহযোগিতা করেন সে ব্যাপারে আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা প্রয়োজন। আমাদের কাছে অনুরোধ আপনারা সেই কাজটুকু করবেন।

রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম) বলেন, আমরা জনগণের পুলিশ হিসেবে কাজ করতে চাই, সেটি হয়তো উপরের কোন চাপে অনেক সময় করা সম্ভব হয় না। আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকতে চায়, শত্রু না। আমরা সেই স্বাধীনতা চাই।  আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

এই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের আরও বলেন, আপনাদেরকে আজকে প্রশ্ন করার জন্য নয় সহযোগিতা চাওয়ার জন্য এবং করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এ সময় পুলিশের অন্যান্য  কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ