তেঁতুলিয়ায় বাজার ও পিকনিক কর্ণার পরিষ্কার করল শিক্ষার্থীরা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০৭:২৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজার ও তেঁতুলিয়ার পিকনিক কর্ণারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাই একত্রিত হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে, তারা শুধু কোটা সংস্কার না, পুরো দেশ সংস্কার করতে নেমেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তায়েফ, হযরত ও প্রেয়াস বলেন, ছাত্ররা বাজার ও পিকনিক কর্নারের বিভিন্ন স্থানে ইট-পাটকেল, ব্যানার-ফেস্টুন, ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে নেমেছি। আমরা সুন্দর দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাবো। সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সকল সময় তাদের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান তারা৷

ইএইচ